English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৩:৩৮

মানিকগঞ্জের সড়ক-মহাসড়কে লোকজনের চলাচল অব্যাহত

অনলাইন ডেস্ক
মানিকগঞ্জের সড়ক-মহাসড়কে লোকজনের চলাচল অব্যাহত

লকডাউনেও মানিকগঞ্জের সড়ক মহাসড়কে যানবাহন ও মানুষজনের চলাচল অব্যাহত রয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিংগাইর-পাটুরিয়া আঞ্চলিক সড়কে যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে। তবে রিকশা, ভ্যান, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বিভিন্ন অযুহাতে সড়ক মহাসড়কে চলাচল করছে। পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, পাটুরিয়া ঘাট এলাকায় কোন চাপ নেই। তবে দৌলতদিয়া প্রান্ত থেকে এ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাকের সাথে কর্মজীবি লোকজন নদী পার হয়ে ঢাকায় ফিরছেন। 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরি সচল রয়েছে। প্রয়োজনীয় ফেরি দিয়ে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ লোকজন পারাপার হচ্ছে।  কঠোর লকডাউনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।