English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১২:৪৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৮৯৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে নতুন করে ৮৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৭৬ হাজার ৩২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সম্পর্কিত খবরকরোনায় জাবি শিক্ষকের মৃত্যুখুলনার ৫ হাসপাতালে মৃত্যু আরো ১৮করোনায় বিশ্বে মৃত্যু সাড়ে ৪১ লাখ ছাড়ালোসোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৮০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৬৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের। অপর আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।