English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১২:৩২

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১৪জন মারা গেছেন।এপর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সর্ব্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সোমবার (২৬জুলাই) (মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদর উপজেলার সুক্লা (৬১),আলি ফতেন্নেসা (৬৮), গফরগাঁওয়ের বকুলা (৮২), হালুয়াঘাটের মোহাম্মদ আলি (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াজুড়ির শাহজাহান (৫০) ও গাজীপুর শ্রীপুরের ফয়েজ বানু (৮০)।

উপসর্গ নিয়ে মারা গেছেন,ময়মনসিংহ সদরের ইসমাইল (৩৫), আব্দুস সিদ্দিক (৬৪), মো.সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), নান্দাইলের রমেসা (৭৮), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), ভালুকার তাজুদ্দিন (৪৫), ত্রিশালের আঞ্জুমান (৭০), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পুর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাঙ্গাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২), মধুপুরের খলিল (৮৫), গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)।

তিনি আরও বলেন, আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৮৪ জন ও সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৪৭ জন। ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে ১২৬৩ টি নমুনা পরীক্ষা করে নতুন ৩৭০ জন করোনা শনাক্ত হয়েছেন।