English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১১:৫৯

ছাত্রলীগের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন পয়েন্ট স্থাপন

অনলাইন ডেস্ক
ছাত্রলীগের উদ্যোগে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন পয়েন্ট স্থাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থাপন করা হয়েছে কভিড-১৯ এর বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন পয়েন্ট। জেলার মধ্যে প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে এই নিবন্ধন পয়েন্ট স্থাপনের পর টিকার ফ্রি রেজিষ্ট্রশন নিতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। প্রথমদিনেই শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রতিদিন এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন নিবন্ধন পয়েন্ট স্থাপনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম এস এম রিয়াদ জিলান। গতকয়েকদিনে প্রায় ৫শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করেছেন। সেই সাথে নিবন্ধন পয়েন্টের উদ্যোগতারা টিকা দিতে যাওয়ার জন্যও সহযোগীতা করছেন।

নিবন্ধন পয়েন্ট স্থাপনের উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন বিনামূল্যে। বিনামূল্যের সেই টিকা পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে অনলাইনে নিবন্ধন করা। কিন্তু গ্রামের অসচেতন মানুষ টিকার নিবন্ধন করতে গিয়ে কম্পিউটার দোকানের দ্বারস্থ হলেই তাদের কাছ থেকে হাতাচ্ছেন টাকা। তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোক্তা জেলায় প্রথমবারের মতো সোনাইছড়ি ইউনিয়নে টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। যাতে এক টাকা ছাড়া মানুষ নিবন্ধন করতে পারেন।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলান আরোও বলেন, করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার বাসায় পৌঁছে দিচ্ছে উপেজেলা ছাত্রলীগ। মহামারির শুরু থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করছিলেন তিনি ও তার সহযোগীরা। এক পর্যায়ে এসে রোগীদের জন্য বাসায় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ শুরু করেন এস এম রিয়াদ জিলান।