English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১০:৩০

মা হারা হলেন মেয়র আইভী

অনলাইন ডেস্ক
মা হারা হলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২৫ জুলাই) বিকেল পৌনে ৫টায় তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মমতাজ বেগম মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিণী। 

মেয়র সেলিনা হায়াৎ আইভীর ঘনিষ্ট স্বজনরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মমতাজ বেগম। মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মেয়র সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়াও মেয়র আইভীর মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র শারমিন হাবিব বিন্নিসহ নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।