English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১৬:৫৯

কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ১০৮ মামলা

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ১০৮ মামলা

কুড়িগ্রামে করোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে। কিন্তু তা অমান্য করে বিনা কারনে ঘর থেকে বের হতে দেখা যায় অনেক মানুষকে। তাছাড়া অটোরিক্সা,ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন চালানো,অতিরিক্ত যাত্রী বহন, দোকানপাট অর্ধ শার্টারে খোলা রাখা ও মাস্কবিহিন চলাচলের কারনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মামলা দেয়া ও জরিমানা অব্যাহত রেখেছেন।

রবিবার সকালে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় জেলার ৯ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টিম রাস্তাঘাটসহ বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ১০৮টি মামলা দায়ের করা হয় এবং বিভিন্ন অপরাধের কারনে ৪৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেটগণ। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করলে জরিমানাসহ শাস্তির আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।