English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১০:২৬

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

অনলাইন ডেস্ক
৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

খুলনার পাইকগাছা উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মোক্তার গোলদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। জানা গেছে, শুক্রবার (২৩ জুলাই) বিকেলে মানিকতলা বাজার সংলগ্ন গোপালপুর গ্রামের জনৈক ব্যক্তির চার বছরের শিশু কন্যা বাড়ির পাশের মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা করছিল। একই এলাকার মৃত শরীফ গোলদারের ছেলে মোক্তার গোলদার (৭০) চকলেট দেয়ার কথা বলে শিশুটিকে তার বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়।

পরে ছাদে মোক্তার গোলদার শিশুটিকে যৌন নির্যাতন করে মর্মে তার মাকে জানালে বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ মোক্তার গোলদারকে তার বাড়ি হতে আটক করে। ভিকটিম শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। যার নম্বর-২৬।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওআই সিতে স্থানান্তর করে। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন। ওসি বলেন, ‘মামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শিশুটির চিকিৎসার ব্যাপারে সার্বিক খোঁজ-খবর নেয়া হচ্ছে।’