English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৮:০০

বজ্রপাতে কিশোরীসহ তিনজন নিহত

অনলাইন ডেস্ক
বজ্রপাতে কিশোরীসহ তিনজন নিহত

নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চকউমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬২), আলতাদিঘী এলাকার খাইরুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩০), জগদল এলাকার হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (১৩)।

সম্পর্কিত খবরপাকিস্তানে বাস ও ট্রাকের সংঘর্ষ, নিহত ৩০কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহতর‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত  স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বৃষ্টি শুরু হয়। সেসময় কৃষক আব্দুর রশিদ তার বাড়ির পাশে ক্ষেতে কৃষিকাজ করছিলেন। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর রাসেল মাহমুদও নিজের জমি পরিচর্যার সময়ে বজ্রাঘাতে মারা যান। এছাড়া বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময়ে বজ্রাঘাতে কিশোরী বৃষ্টির মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর জেনেছি। তাদের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।