English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৭:৫৫

করোনাকালে সড়কে চাঁদাবাজি করতো তারা

অনলাইন ডেস্ক
করোনাকালে সড়কে চাঁদাবাজি করতো তারা

কুমিল্লায় সদর দক্ষিণ, কোতয়ালি ও বুড়িচংসহ বিভিন্ন সড়কে পরিবহনে চাঁদাবাজ চক্রের ১১ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর দল। এ সময় চাঁদা আদায়ের নগদ ১৯ হাজার ১৭০ টাকা উদ্ধার করেছে। সোমবার (১৯ জুলাই) সদরদক্ষিণের জাঙ্গালিয়া, শাসনগাছা ও বুড়িচংয়ের ভরাসার এলাকা থেকে আটক করেছে। র‌্যাব জানায়-  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের ৬জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো  কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মোঃ রুকন মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২০), চাঁদপুর জেলার কচুয়া থানার আসাদপুর গ্রামের কামাল হোসেনের ছেলে মোঃ জিহান হোসেন (২০), কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ @ আবির (১৯) ও  কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার নিশ্চিন্তপুর বাগমারা গ্রামের মোঃ মোবারকের ছেলে মোঃ আলমগীর (২০)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ০৬টি ভূয়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৬,৫৯০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

অপরদিকে একই দিনে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্্েরফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বারেক এর ছেলে মোঃ রুবেল (৩১), কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা গ্রামের শাহআলম এর ছেলে মোঃ রনি (৩৩)। এ সময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ০২টি ভূয়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৪,৩২০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বুড়িচং থানাধীন ভরসার বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো  কুমিল্লা জেলার বুড়িচং থানার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জুলহাস মিয়ার ছেলে মোঃ ওহিদ মিয়া (৫০),  কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত হাজী আসমত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৫) ও  কুমিল্লা জেলার বুড়িচং থানার ইছাপুর গ্রামের মৃত তফাজ্জল হোসেন এর ছেলে মোঃ আমির হোসেন (৪০)। এসময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ০৩টি ভূয়া রশিদ বইসহ চাঁদা আদায়ের নগদ ৮,২৬০/- টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

এ বিষয়ে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- দীর্ঘদিন ধরে কয়েকটি সিন্ডিকেট পরিবহনে চাঁদাবাজি করে আসছিল। এরই জের ধরে সোমবার অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।