English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৭:৪৫

ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

অনলাইন ডেস্ক
ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ৬দিন বন্ধ থাকবে। 

সোমবার থেকে আগামী ২৪ জুলাই পর্যন্ত হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, ব্যবসায়ীরা ৬দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধু ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ শুরু হবে বলে জানা যায়। বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সাংবাদিকদের জানান, হিলি স্থলবন্দরের সংশ্লিষ্টদের নিয়ে রবিবার একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ দিন স্থলবন্দর বন্ধ রাখার বিষয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।