English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৭:০২

ঈদের পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে হাসি

অনলাইন ডেস্ক
ঈদের পোশাক পেয়ে এতিম শিশুদের মুখে হাসি

কুমিল্লার চান্দিনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একটি মাদরাসার উদ্যোগে ৩০ জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপরে চান্দিনা পৌরসভাধীন ছায়কোট মাদরাসা-এ-নূরীয়া (হাফিজী মাদরাসা) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে নতুন পোশাক বিতরণ করা হয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। করোনাকালীন সময়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থকলেও এতিম ও অসহায় শিক্ষার্থীদের ঈদ উদযাপনে এ ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী পরিচালক মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, প্রতিষ্ঠানের দাতা সদস্য হাজী আবদুর রব, দাতা সদস্য মো. আবদুল হক, মাওলানা কাজী হুমায়ুন কবির আজাদী, মো. নজরুল ইসলাম কনট্রাক্টর, মো. আবুল কালাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কাজী আ. রশিদ, মাদরাসার পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, শিক্ষা বিষয়ক সমন্বয়ক মাওলানা আবদুল হাকিম রেজভী।

পোশাক বিতরণ অনুষ্ঠান শেষে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফের আশু রোগমুক্তি কামনা এবং দেশ-জাতি, মুসলিম উম্মাহ ও বৈশ্বিক মহামারী করোনাভাইরাস হতে মুক্তির লক্ষে বিশেষ মোনাজাত করা হয়।