English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৬:০২

এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ নেই

অনলাইন ডেস্ক
এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ নেই

ইদুল আজহা উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখী মানুষ। তবে বিভিন্ন মহাসড়কে সকাল থেকে যানবাহনের কিছুটা চাপ থাকলেও টাঙ্গাইলের এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ নেই যানবাহনের।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত।

তিনি জানান, এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ নেই যানবাহনের। যানজট নিরসনে এখানে হাইওয়ে পুলিশের ১৫টি টিম কাজ করছে। এছাড়া জেলা পুলিশও তাদের সহযোগিতা করছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সেখানে কোনো যানবাহনের চাপ ছিল না।