English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৪:১৭

সিএনজি-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

অনলাইন ডেস্ক
সিএনজি-অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বাজার নামকস্থানে সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার সময় ছাতারপাইয়া কাশিপুর সড়কের সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির যাত্রী মোঃ চৌধুরী মিয়া (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।  

এঘটনায় আহত হয়েছে সিএনজি ও অটো রিকশার আরো ৫ জন যাত্রী। নিহত চৌধুরী মিয়ার বাড়ির ২ নং কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে। চৌধুরী মিয়া ওই গ্রামের রাশেদ দরবেশের বাড়ির আদম আলীর ছেলে। 

সংর্ঘের ঘটনায় গাড়ি দুইটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটিকে জব্দ করেছে পুলিশ।

আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।