English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৩:৫৯

রংপুরে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৯২

অনলাইন ডেস্ক
রংপুরে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৯২

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগটিতে করোনায় মৃতের সংখ্যা  ৭ হাজার ৫৬৫ জনে দাঁড়ালো। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫৯২ জন জনের দেহে আর সুস্থ হয়েছেন ৬৭৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৮ জুলাই) থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে রংপুরের ৬ জন, পঞ্চগড়ের ৩ জন, কুড়িগ্রামের একজন, ঠাকুরগাঁওয়ের ৪ জন ও দিনাজপুরে দুইজন রয়েছেন। 

এ পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে দিনাজপুরে ২৪১ জন, রংপুরে ১৫৮ জন, ঠাকুরগাঁওয়ে ১৪১ জন, নীলফামারীতে ৫৩ জন, লালমনিরহাটে ৪৬ জন, পঞ্চগড়ে ৪১ জন, কুড়িগ্রামে ৩৯ জন ও গাইবান্ধার ৩৭ জন  করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আক্রান্ত হয়েছেন রংপুরে ১৩২ জন, গাইবান্ধায় ৩৭ জন, ঠাকুরগাঁওয়ে ৯৯ জন, পঞ্চগড়ে ৭০ জন, দিনাজপুরে ৮৫ জন, কুড়িগ্রামে ৮৭ জন, নীলফামারীতে ৬৩ জন এবং লালমনিরহাটের ২২ জন। আক্রান্তের হার ২৬ দশমিক ৭৫ শতাংশ। 

রংপুর বিভাগে এ পর্যন্ত  ১ লাখ ৯২ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ হাজার ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জনগণকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।