English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১১:০৬

করোনায় প্রাণ দিলেন আরো এক প্রথম সারির যোদ্ধা

অনলাইন ডেস্ক
করোনায় প্রাণ দিলেন আরো এক প্রথম সারির যোদ্ধা

করোনার মরণ থাবায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে হাজার হাজার মানুষ। করোনা রোধে কাজ করা প্রথম সারির যোদ্ধারাও রক্ষা পায়নি এই ভাইরাসের হাত থেকে। তেমনি দেশের এক প্রথম সারির করোনা যোদ্ধা খুলনা জেলার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওসি মো. শহিদুল ইসলাম শাহিন (৫৭) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (১৯ জুলাই) ভোরে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।

তার মেঝ ভাই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু জানান, শাহিন গত ২২ মে থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষায় পজিটিভ আসে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে।