English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১০:২৫

ক‌রোনা: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৪

অনলাইন ডেস্ক
ক‌রোনা: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৪

কিশোরগঞ্জে আশঙ্কাজনক হা‌রে বাড়‌ছে ক‌রোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ক‌রোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়া‌ল ১২৬ জ‌নে।

এদিকে, এসময়ে কিশোরগঞ্জে করোনা শনাক্ত হয়েছে আরও ১২৪ জনের শরীরে। বর্তমানে কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে ২৫০ আস‌নের ম‌ধ্যে ভ‌র্তি আছেন ১৯৪ জন।

রবিবার (১৮ জুলাই) রা‌তে প্রকা‌শিত সি‌ভিল সার্জ‌নের তথ্য অনুযা‌য়ী, গত ২৪ ঘণ্টায় কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলায় ২ জন, কু‌লিয়ারচর উপ‌জেলায় একজন, ভৈরব উপ‌জেলায় ২ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে তিনজন এবং অন্য হাসাপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় অপর দুই জ‌নের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গে‌ছেন ৯ জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনই সৈয়দ নজরুল মে‌ডি‌কে‌ল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪১ জন, হোসেনপুর উপ‌জেলায় ৭ জন, ক‌রিমগঞ্জ উপ‌জেলায় ২ জন, পাকুন্দিয়া উপজেলায় ৬ জন, কটিয়াদী উপজেলায় ২৫ জন, কুলিয়ারচর উপজেলায় ১০ জন, ভৈরব উপজেলায় ২২ জন, নিকলী উপজেলায় ২, বাজিতপুর উপজেলায় ১০ জন, ইটনা উপ‌জেলায় ৩ জন, মিঠামইন উপজেলায় একজন ও মিঠামইন উপ‌জেলায় একজন শনাক্ত হয়েছেন।

কি‌শোরগ‌ঞ্জের সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৫০৮ জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। তা‌দের ম‌ধ্যে সুস্থ হ‌য়ে‌ছেন ৫ হাজার ৯০৬ জন।