English Version
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ১৬:৫৬

শিমুলিয়ায় আজও ঘরমুখো সহস্রাধিক যাত্রীর ঢল

অনলাইন ডেস্ক
শিমুলিয়ায় আজও ঘরমুখো সহস্রাধিক যাত্রীর ঢল

টানা চতুর্থ দিনের মত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদযাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের উপস্থিতিতে আজও মুখরিত ঘাট। রোববার (১৮ জুলাই) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পারি দিচ্ছে। স্পিডবোট চলাচল বন্ধ আছে। ফেরিঘাটে যানবাহন আর লঞ্চঘাটে যাত্রীদের বেশ ভিড়।

তবে, ঘাট কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে। ঘাটে গাড়ি প্রবেশ সীমিত করা হয়েছে। ফেরিতে কিছু গাড়ি ঘাট ছেড়ে যাওয়ার পর সড়কের যান ফেরিঘাটে প্রবেশ করানো হচ্ছে।

এসব বিষয়ে বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পন্যবাহী মিলিয়ে ৩ শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সকল যানবাহন পারাপার করা হবে।