English Version
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ১৬:৫৫

পাটুরিয়ায় নেই ঘরমুখো মানুষের ভোগান্তি

অনলাইন ডেস্ক
পাটুরিয়ায় নেই ঘরমুখো মানুষের ভোগান্তি

কঠোর লকডাউন শিথিলের ৪র্থ দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের তেমন চাপ নেই। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬ টি ফেরি দিয়ে ঘরমুখো মানুষ ও যানবাহন পারাপার করছে ফেরিঘাট কর্তৃপক্ষ। রোববার (১৮ জুলাই) দুপুর ১২ টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দৌলতদিয়া ঘাট থেকে কিছু যাত্রী ও যানবাহন নিয়ে পাটুরিয়া ৩ নং ফেরিঘাটে নোঙর করে। ফেরিঘাট এলাকায় শতাধিক, যাত্রীবাহী বাস, শতাধিক ছোট গাড়ি এবং দেড়শত সাধারণ পণ্যবাহী ট্রাক নৌপথ পারাপারে অপেক্ষমাণ দেখা গেছে সরেজমিনে। ৩০ মিনিট থেকে এক ঘন্টা অপেক্ষার পরে যাত্রীবাহী বাস, ছোট গাড়ি গুলো ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। তবে ঘাট এলাকায় আটকে পড়া সাধারণ পন্যবাহী ট্রাক চালকদের নৌপথ পারাপারে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

তবে গতকালের তুলনায় আজকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ অনেকটাই কম বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে ঘাট এলাকায় স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা। ফরিদপুরগামী যাত্রী শেখ আলী বলেন,’ প্রায় ৪০ মিনিট আগে পাটুরিয়া আসছি। ঈদের আগে সব সময় এই ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তখন আমাদের ভোগান্তির মাত্রাও অনেক বেশি ছিল। তবে এবারের যাত্রায় তেমন ভোগান্তি হচ্ছে না। আমার গাড়িটি ২০ মিনিটের মধ্যে ফেরিতে ওঠে যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘ ঘাট এলাকায় সকাল থেকে দক্ষিণ অঞ্চলে যাত্রী ও যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে গতকালের চেয়ে অনেক কম। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এসব যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারপার করতে নৌবহরে ১৬ টি ফেরি চলাচল করছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অর্ধশত বাস, শতাধিক ছোট গাড়ি এবং দেড়শত সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে তিন শতাধিক যানবাহন নৌপথ পারাপারে অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে দক্ষিণ অঞ্চলের সাধারণ যাত্রীরা লঞ্চ ঘাটে আসা মাত্রই অনায়াসে লঞ্চযোগে নৌপথ পারাপার হতে পারছে।