English Version
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ১৬:৫১

কুকুরের সাথে বাইকের ধাক্কা, প্রাণ গেলো বৃদ্ধা নারীর

অনলাইন ডেস্ক
কুকুরের সাথে বাইকের ধাক্কা, প্রাণ গেলো বৃদ্ধা নারীর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের আঙ্গারিয়াপাড়া পাইকড়তলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ বৃদ্ধ মা নিহত ও তার ছেলে আহত হয়েছে। নিহত বৃদ্ধ মা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরালী গ্রামের ছায়েদ আলীর সহধর্মিণী রেজিয়া খাতুন (৫৬)। আজ রোববার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে কুকুরের সাথে ধাক্কা লেগে। এ সময় বাইকে থাকা বৃদ্ধা রেজিয়া খাতুন পড়ে গিয়ে মাথায় গুরুতর আগাত পায় ও রক্তক্ষরণ হয়।

পরে তাৎক্ষণিক এলাকাবাসী আহত বৃদ্ধ মাকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়াও পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান, ওসি মোজাফফর।