English Version
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ১৬:৫০

নরসিংদীতে আরও ১২১ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
নরসিংদীতে আরও ১২১ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৮ জুলাই) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ৪৭১ জনে। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় আরটিপিসিআর ল্যাবে ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া ১৬৩ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, রায়পুরায় ৩ জন, বেলাবতে ১০জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ১১ জন, ও পলাশে ৩৯ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৩৫ দশমিক ৫ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩২৫৭ জন, শিবপুরে ৪৮৪ জন, পলাশে ৯১৪ জন, মনোহরদীতে ২৭৭ জন, বেলাবোতে ২৪৯ জন ও রায়পুরাতে ২৯০ জন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩৩ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ৮৭৪ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৫১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৮২৩ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ পলাশের ০৬, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।