English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৭:৪৯

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত

অনলাইন ডেস্ক
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত

গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত বলেছেন। গত দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হলেও শনাক্তের হার অর্ধেকে নেমে এসেছে। আজ আক্রান্তের হার ২২ দশমিক ৫। হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ীজানা যায়, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৪৭ জন এবং ইয়েলো জোনে ৫৪। এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৮০ নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।