English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৭:০৯

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করলেন বিএমপি কমিশনার

বরিশালে করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করেছেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

শনিবার সকাল ১১ টায় জিলা স্কুলের সকল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং বিএমপি’র তত্ত্বাবধায়নে নগরীর কাকলীর মোড় পুলিশ বক্সের সামনে এই করোনা প্রতিরোধ বুথ উদ্বোধন করা হয়।

এ সময় পুলিশ কমিশনার বলেন, নগরীর ব্যস্ততম সদর রোডের কাকলীর মোড়ে করোনা প্রতিরোধ বুথে জনসাধারনের জন্য হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক রয়েছে। এই বুথ সকলের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক নিতে পারবেন।এ সময় পুলিশ কমিশনারের স্টাফ অফিসার মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখী এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।