English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৬:৩৮

শুক্রবার ছুটির দিন, তাই করোনার নমুনা সংগ্রহ করা হয়নি!

অনলাইন ডেস্ক
শুক্রবার ছুটির দিন, তাই করোনার নমুনা সংগ্রহ করা হয়নি!

নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৯৪ জন।

অপরদিকে শুক্রবার ছুটির দিন থাকায় কোনো করোনা নমুনা সংগ্রহ করা হয়নি। গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৬১৪ জন। এদের মধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন।

তবে লকডাউন শিথিল করার পরে যেভাবে উপচেপড়া জনসমাগম দেখা গেছে বাজারগুলোতে তাতে ঈদের পরে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন করোনা চিকিৎসায় নিয়োজিতরা।