English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৬:২১

চট্টগ্রাম লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

আরিফুল ইসলাম রিফাত, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের লোহাগাড়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ আব্দুল হামিদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার ফরিদ আহমদের ছেলে। শনিবার (১৭ জুলাই) তাঁকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে একটি যাত্রীবাহি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে ফরিদকে গ্রেপ্তার করে। শনিবার সকালে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।