English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৩:৫৭

ময়মনসিংহের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ময়মনসিংহের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত২৪ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনা শনাক্ত হয়ে এবং নয় জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার(১৭জুলাই) সকালে(মমেক) হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা.মহিউদ্দিন খান মুন এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন,গত২৪ ঘণ্টায়এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদর উপজেলার অপর্না গোমেজ(৪২),নার্গিস আক্তার (৬০),নাসিরুদ্দিন(৬৫),তারা বালা সাহা (৮০),তারাকান্দার শাহিদা বেগম (৩৮), শেরপুর সদর উপজেলার গেন্দাফুল (৩৫), জামালপুর বকসিগঞ্জের রোকেয়া (৬০) কিশোরগঞ্জ ভৈরবের আকলিমা (৪৯)।

উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহ সদরের জেসমিন রহমান (৬৩),আবদুর রশিদ (৬৫),মুক্তাগাছার মরিয়ম বেগম (৭০), সোহরাব উদ্দিন (৬৫), ফুলবাড়িয়ার পারভিন আক্তার (৩৫),আছিয়া বেগম (৪০),তারাকান্দার সুরুজ আলী(৪৮), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫)গাজিপুর শ্রীপুরের শিল্পী বেগম (৪০)।

ডা.মহিউদ্দিন খান মুন বলেন,করোনা আইসিইউতে রয়েছেন ২২ জন সহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৩৯ জন রোগী ভর্তি আছেন৷ নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪৩৬ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১০৮ করোনা রোগী শনাক্ত হয়েছে।