English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৩:৫৪

কঠোর বিধিনিষেধ মানায় সুফল পেয়েছে যে জেলা

অনলাইন ডেস্ক
কঠোর বিধিনিষেধ মানায় সুফল পেয়েছে যে জেলা

কঠোর বিধিনিষেধ মানায় আগের চেয়ে কিছুটা সংক্রমণ কমেছে চাঁপাইনবাবগঞ্জে। চলতি মাসে এখন পর্যন্ত মৃতু হয়েছে ১৫ জনের। শনাক্তের হার ১২.৪৩ শতাংশ। করোনার উর্ধ্বগতিতে জেলায় সংক্রমণ কম হওয়ার পেছনে জনসচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার ফল বলছে সংশ্লিষ্টরা। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রথম ঢেউ তেমন প্রবল না হলেও দ্বিতীয় ঢেউয়ে হতে হয়েছে অনেকটাই ধরাশায়ী। চলতি বছরের মে মাসে এই জেলায় সংক্রমণের মাত্রা বেড়ে যায় উদ্বেগজনক হারে। শনাক্তের হার গিয়ে ঠেকে ৭৫ শতাংশে।

পরে, করোনা নিয়ন্ত্রণে গত ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত দুই দফায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সর্বাত্নক লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। যা বাস্তবায়নে কাজ করে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা। কঠোর বিধিনিষেধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেন সাধারণ মানুষও। ফলে বিভিন্ন জেলায় শনাক্তের হার ও মৃত্যুর মিছিল বাড়লেও চাঁপাইনবাবগঞ্জে বইছে অনেকটাই স্বস্তির বাতাস।

সংশ্লিষ্টরা বলছেন, জনসাধারণের সচেতনতা আর সরকারি বিধিনিষেধ মেনে চলার ফলেই এই সফলতা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জে করোনায় মারা গেছেন ১৫ জন। আর বর্তমানে শনাক্তের হার ১২. ৪৩ শতাংশ।