English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১২:৫৪

বগুড়ায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

অনলাইন ডেস্ক
বগুড়ায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫৬

বগুড়ায় শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন ও সুস্থ হয়েছেন ১৪৭ জন।

শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

সম্পর্কিত খবরশিশুকে উদ্ধারে গিয়ে কুয়ায় পড়লো ৪০ জন, মৃত বেড়ে ১১বরিশালে একদিন আরো ১২ মৃত্যুবিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৪০ লক্ষাধিককরোনায় মারা যাওয়া ৫ জন হলেন বগুড়া গাবতলী উপজেলার নুরুল ইসলাম (৭৫) ও আসমা শিরীন (৬৪), আদমদিঘীর রাবেয়া (৬০) ও জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জের মিঠুন (১৬)। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জহুরুল ইসলাম, রাবেয়া ও মিঠুন ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল ইসলাম ও আসমা শিরীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ছাড়া বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরো ১৩ জন মারা গেছেন।

ডা. তুহিন জানান, ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩২৮টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ ছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬ নমুনায় ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এতে আক্রান্তের হার ৪৭ দশমিক ৫৬ শতাংশ। তাদের মধ্যে সদরের ১৪৮ জন, ধুনটের ২ জন, সারিয়াকান্দি, শিবগঞ্জ, নন্দীগ্রাম, শেরপুর, গাবতলী ও শাজাহানপুরে একজন করে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪৭ জন।

ডা. তুহিন জানান, নতুন আক্রান্ত ১৫৬ জনসহ জেলায় মোট ১৬ হাজার ৮৮২ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫ জন। জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জন এবং বর্তমানে করোনায় আক্রান্ত ২ হাজার ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।