English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১১:৩৭

চুয়াডাঙ্গায় নতুন করোনায় মৃত্যু ৮

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় নতুন করোনায় মৃত্যু ৮

চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমনের হার একদিনের ব্যবধানে বেড়েছে তিনগুনেরও বেশি। গত ২৪ ঘন্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। আর গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘন্টায় ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। গতকাল এর হার ছিল ২৩ দশমিক ৭৫ শতাংশ। আর গত বৃহস্পতিার ছিল ২৬ দশমিক ৪১ শতাংশ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও করোনা উপসর্গ নিয়ে ৩ জনসহ মোট ৮ জনের।এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রুগির সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১৫৩ জনের। গত বছরের মে মাস থেকে এ বছরের মে মাস পর্যন্ত (এক বছরে) মৃত্যু সংখ্যা ছিল ৬৫ জন। আর এ বছরের শুধু গত জুন মাস থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৮ জনের।  বর্তমানে জেলায় করোনা রুগি রয়েছে ২ হাজার ১১২জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে ১৩৯ জন বাকি ১ হাজার ৯৭৩ জন বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।এদিকে চুয়াডাঙ্গা করোনা বিশেষায়িত হাসপাতারেলর রেড জোন ও ইয়োলোজন মিলে প্রায় দুই শতাধিক রুগি ভর্তি রয়েছে। বেড না পেয়ে অনেকে নিচে মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছেন। অ·িজেন, চিকিৎসক ও নার্স সংকট তো রয়েছেই। এছাড়া জেলায় আইসিইউ , সিসিইউ ও ভ্যান্টিলেশনের ব্যবস্থা না থাকায় আশংকাজনক রুগিকে জেলার বাইরে রেফার্ড করা হচ্ছে।