English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১১:০৪

একসঙ্গে ফুটফুটে তিন নবজাতকের জন্ম!

অনলাইন ডেস্ক
একসঙ্গে ফুটফুটে তিন নবজাতকের জন্ম!

ভোলার বোরহানউদ্দিন উপজেলার জান্নাত বেগম (২০) নামের এক নারী একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। গত শুক্রবার (১৬জুলাই) দুপুরে ভোলা সদরের ফাতেমা মেমোরিয়াল হাসপাতালে এ ৩সন্তানের জম্ম হয়। তিন সন্তানের সবাই ছেলে। জান্নাত নেত্রকোনা জেলার, শোষন দূর্গাপুর উপজেলার, চন্ডিঘর ইউনিয়নের, নওগা গ্রামের নূর মাহামুদের স্ত্রী। নূর মাহামুদ পেশায় একজন কৃষক। এক সঙ্গে তিন সন্তান জন্মের এমন খবর হসপিটালের আশপাশে ছড়িয়ে পরলে শত শত নারী-পুরুষ ওই সেবাকেন্দ্রটিতে ভিড় করেন।

তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো। নবজাতকদের মায়ের অবস্থাও স্বাভাবিক বলে জানিয়েছেন ডাক্তার খালিদ আহম্মদ শাকিব। নবজাতক তিনটির বাবা নূর মাহামুদ বলেন, গত- ১৫/০৭/২০২১ ইং তারিখ সকাল ১১টায় আমার স্ত্রীকে ভর্তী করাই। তারপর ডাক্তার খালিদ আহম্মদ শাকিব সাহেবের তত্বাবধানে আজ ১৬/০৭/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার প্রথম সন্তান- ৩.৫৫ মিনিটে, দ্বিতীয় সন্তান- ৪টায় এবং তৃতীয় সন্তান – ৪.০৫ মিনিটে নরমাল ডেলিভারি করতে সক্ষম হয়। তিন সন্তান জন্মদানের পর তাঁর স্ত্রী অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে দূর্বল হয়ে পড়েন বলে তিনি জানান।