English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১০:৪২

রামেকে করোনা ও উপসর্গে আরও ১৬ মৃত্যু

অনলাইন ডেস্ক
রামেকে করোনা ও উপসর্গে আরও ১৬ মৃত্যু

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৬ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। ছয়জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর দুইজন শ্বাসকষ্টে মারা গেছেন।মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে ১৭ দিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫২৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।