English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৮:০২

গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু ৭ ; আক্রান্ত ২০০

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় মৃত্যু ৭ ; আক্রান্ত ২০০

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও এর উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৭জন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের রেজিস্ট্রারের তথ্য অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৫৫ জন। ইয়েলো জোনে ৫৭ জন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, আজ (১৫জুলাই)  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৬২৮টি নমুনা পরীক্ষা করে ২০০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের অস্তিত্ব মিলেছে। পরীক্ষা বিবেচনায় এদিন শনাক্তের হার ৩১.৮৪ শতাংশ।