English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৭:৫৬

মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জাকির হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতার জাকির ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চড়গড়া লোহামোড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল বিজয়নগর উপজেলা থেকে প্রতারক জাকির হোসেনকে গ্রেফতার করে।

জানা যায়, গত কয়েকদিন যাবৎ মৌলভীবাজার জেলার সদর মডেল থানা, শ্রীমঙ্গল থানা ও জেলা ডিবির ডিউটি অফিসারসহ কয়েকজন অফিসারের মোবাইলে ডিবি পুলিশ, পিবিআই ও দুদক পরিচয়ে বেশ কয়েকটি ফোন আসে এবং চাঁদা দাবি করা হয়। এরপর থেকে প্রতারকের গতিবিধি লক্ষ করে জেলা পুলিশ।একপর্যায়ে বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে। একই সাথে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত ১৭টি সিম ও ৭টি মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি প্রতারণার মূলহোতা বলে স্বীকার করেছে। ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা ও গাইবান্ধা জেলায় তার বিরুদ্ধে মাদক ও প্রতারণার মোট ৯টি মামলা তদন্তাধীন রয়েছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মহ বদিউজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।