English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৩:৫৭

সিরাজগঞ্জে যুবলীগের উদ্যোগে করোনা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদান

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে যুবলীগের উদ্যোগে করোনা রোগীদের পুষ্টিকর খাদ্য প্রদান

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। 

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল হাসপাতালে ৪৫ রোগীর জন্য পুষ্টিকর প্যাকেট খাদ্য সামগ্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাইফুল ইসলামের কাছে তুলে দেন।

এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকসহ যুবলীগ নেতারা উপস্থিত ছিলেন।জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইউসুফ জুয়েল জানান, করোনার শুরু থেকেই জেলা যুবলীগ করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে। করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়েও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও করোনার কারণে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রাখা হয়েছে।