English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৩:১০

খুলনায় করোনার মৃত্যুর মিছিলে যোগ হলেন আরও ৪৭ প্রাণ

অনলাইন ডেস্ক
খুলনায় করোনার মৃত্যুর মিছিলে যোগ হলেন আরও ৪৭ প্রাণ

খুলনা বিভাগে গেল ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬৩৯ জনের। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন; ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ৪ জন করে; মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।

এদিকে, খুলনার পাঁচটি হাসপাতালে গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন ১৬ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়।