English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১২:৫৯

বগুড়ার ৩ হাসপাতালে মৃত্যু ১৬

অনলাইন ডেস্ক
বগুড়ার ৩ হাসপাতালে মৃত্যু ১৬

বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। একই সময়ে ৫২৪টি নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্ভিস অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সম্পর্কিত খবরবগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যুবগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহতবগুড়ার ৩ হাসপাতালে আরো ১৪ জনের মৃত্যুবগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী ডেডিকেটেড করোনা হাসপাতালে আট জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।

বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র আব্দুর রাহিম রুবেল বলেন, গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন।

জেলা সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ১০২ জন। এই মুহূর্তে বগুড়ায় শনাক্ত রোগী দুই হাজার ছয় জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৬৪২ জন।