English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১২:৫৮

চট্টগ্রামে একদিনে আরো ১০ মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে একদিনে আরো ১০ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে ১২টি ল্যাবে দুই হাজার ৪২১টি নমুনা পরীক্ষা করে ৭৬৮ করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৭৪ জনের বাড়ি মহানগর এলাকায় ও ২৯৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৭২ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সম্পর্কিত খবরসিআরবির পরিবেশ ক্ষতি করে হাসপাতাল নির্মাণের চেষ্টা: ৮ সংস্থাকে আইনি নোটিশঈদের কথা চিন্তা করে লকডাউন শিথিল করা হয়েছে: নওফেলচট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ১০সিভিল সার্জন অফিস সূত্র জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১২ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার সাত জন, বাঁশখালীর নয় জন, আনোয়ারার সাত জন, চন্দনাইশের ১২ জন, পটিয়ার ৩৬ জন, বোয়ালখালীর ১৯ জন, রাঙ্গুনিয়ার ২৪, রাউজানের ১৪, ফটিকছড়ির ৪২, হাটহাজারীর ৫৩, সীতাকুণ্ডের ১৮, মীরসরাইয়ের ২৯ জন ও ১২ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫২ হাজার ৪২৩ ও ১৬ হাজার ১৩২ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫১১ ও উপজেলা পর্যায়ের ২৯৯ জনসহ মোট ৮১০ জন মারা গেছেন।