English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১১:৩৭

ভোর থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
ভোর থেকেই ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

কোরবানি ঈদকে সামনে রেখে চলমান লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে করে মহাসড়ক আগের রূপে ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকেই সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। এ অবস্থায় মহাসড়কের ক‌রটিয়া থেকে কা‌লিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও প‌রিবহন চালকরা।

যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝে মধ্যেই যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম যানজট নেই বলে দাবি করে গণমাধ্যমকর্মীদের জানান, এখন পর্যন্ত সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।