English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৫৮

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

অনলাইন ডেস্ক
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

কুমিল্লায় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা চকবাজার ফাঁড়ি পুলিশ। গতকাল বুধবার রাতে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সুমন শেখ (৩২), মো. ইউসুফ (৩৬), ইয়াসিন (২৩)। এ সময় পুলিশ ১টি দেশীয় তৈরী পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ জানায়- ঈদকে সামনে রেখে ডাকাতদের বরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে কুমিল্লা জেলা বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম’র নির্দেশে এবং গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিলশ সুপার সোহান সরকার পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, চকবাজার ফাঁড়ির ইনচার্জ আবু কায়সার, এসআই (নিঃ) আব্দুস সাত্তার, এসআই (নিঃ) মফিজ, এএসআই (নি:)হান্নান আল মামুন ও সংগীয় ফোর্সসহ বুধবার গভীর রাতে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নস্থ জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় ডাকাতি প্রস্তুতি চলাকালে অস্ত্র শস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বুধবার দুপুরে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান- জোড়ামেহের এলাকায় ডাকাতি প্রস্তুতি চলছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।