English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৫১

মহেশপুরে নিষিদ্ধ নেশার সিরাপ জব্দ

অনলাইন ডেস্ক
মহেশপুরে নিষিদ্ধ নেশার সিরাপ জব্দ

ঝিনাইদহের মহেশপুরে নিষিদ্ধ ঘোষিত ৮০ বোতাল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে ৫৮-বিজিবি। আজ বুধবার ভোরে যাদবপুর সীমান্ত এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিওপির টহল দল। এসময় ৫০ বোতল ভারতীয় কোডিন ম্যালাইড ও ৩০ বোতল ম্যানকফ ডিএক্র সিরাপ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। 

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।