English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৪৮

নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

অনলাইন ডেস্ক
নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাই

এক নারীর কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। পুলিশ খবর পেয়ে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে তিনজনকে আটক করেছে।  

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১২টায় বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহার পৌর এলাকার সুতাপট্টি মহল্লায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

স্থানীয় একটি চিকিৎসালয়ে ভুক্তভোগী রহিমা বেওয়া (৬৫) নামের ওই নারীর চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার দমদমা গ্রামের উত্তরপাড়ার মৃত কছির প্রামানিকের স্ত্রী রহিমা বেওয়া পেনশনের টাকা তুলতে সান্তাহারে গাড়ি থেকে নেমে পুরাতন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সান্তাহার পৌর শহরের সুতাপট্টি মহল্লার গলিতে ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীরা তার কানের অংশসহ স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায়।

ফাঁড়ি পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে রতন, আটুল ও শহীদ নামের তিনজনকে আটক করেছে। তবে স্বর্ণের দুল এখনো উদ্ধার করা যায়নি।