English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৪১

বরিশালে পায়ে অপারেশনের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের

অনলাইন ডেস্ক
বরিশালে পায়ে অপারেশনের পর রোগীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ স্বজনদের

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে এক নারীর পায়ের অপারেশনের পর তার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় পঞ্চাশোর্ধ ওই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। যদিও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। 

বুধবার সকাল ১১টার দিকে নগরীর বান্দ রোডের বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তার নাম কামরুন্নাহার রোজী (৫১)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত আব্দুল আজিজ মাস্টারের স্ত্রী। 

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার নিজ বাসায় দুর্ঘটনায় তার একটি হাত ও পা ভেঙ্গে যায়। গত সোমবার নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক ডা. ফজলে রাব্বিকে দেখান তারা। পরদিন মঙ্গলবার রাতে ওই হাসপাতালে তার পায়ের অপারেশন সম্পন্ন হয়। অপারেশন শেষে জ্ঞান ফেরার পর রাত সাড়ে ১১টায় দিকে পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। একজন নার্স তাকে ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হয়। বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, অপারেশন থিয়েটারে নেয়ার আগ পর্যন্ত স্বাভাবিক ছিলেন কামরুন্নাহার। ডাক্তারের ভুল চিকিৎসায় তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান। 

অভিযুক্ত অর্থপেডিক চিকিৎসক ডা. ফজলে রাব্বী বলেন, ওই রোগীর পায়ের গোড়ালি ভেঙ্গে গিয়েছিলো। অপারেশন ঠিকভাবেই সম্পন্ন হয়েছে। পরে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। রোগীকে অক্সিজেন দেয়া হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এতে চিকিৎসায় কোন গাফিলতি ছিলো না।