English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৬:৪১

ঝোপের আড়ালে অসামাজিক কার্যকালাপের সময় কপোত ও কপোতি আটক

অনলাইন ডেস্ক
ঝোপের আড়ালে অসামাজিক কার্যকালাপের সময় কপোত ও কপোতি আটক

বগুড়ার শেরপুরের শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসার পূর্বধারে ঝোপের আড়ালে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রেমিক সৈয়দ নাহিদ হাসান লিমন(২০) ও প্রেমিকা জান্নাতি খাতুন(১৫) নামের কপোত কপোতিকে আটক করে এলাকাবাসী। সৈয়দ নাহিদ হাসান লিমন ক্যান্ট: পাবালিক স্কুল এন্ড কলেজ থেকে গতবছর এইচ এস সি পাশ করেছে এবং জান্নাতি খাতুন শালফা বিএম কলেজের ১০ শ্রেনীর শিক্ষার্থী। এলাকাবাসী জানান, শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসা শেষ অংশে বিভিন্ন গাছ গাছালি উঠে ঝোপে পরিনত হয়েছে। সেখানে তরুন তরুনীরা এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। ইতিপূর্বেও একবার অসামাজিক কার্যকালাপের সময় কপোত কপোতিকে আটক করেছিলাম। কিন্তু কোন কর্নপাত করা হয়নি। আজকেও এখানে অসামাজিক কার্যকালাপে লিপ্ত অবস্থায় আমরা তাদেরকে হাতেনাতে ধরেছি। পরে শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর আলিয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা নাবালিকা প্রেমিক-প্রেমিকার পিতা-মাতাকে অবহিত করলে তারা উপস্থিত হয় এবং তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। তিনি আরো জানান, মাদ্রাসার মুল ফটক (গেট) নির্মাধীন কাজ চলছে এ কারণে মানুষের আনাগোনা বেশি হয়েছে। এ ধরনের অসামাজিক কার্যকলাপ কিছুতেই মেনে নেওয়া যাবে না। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।