English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৬:৩১

৩ শতাধিক হতদরিদ্রকে সবজি বিতরণ করল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

অনলাইন ডেস্ক
৩ শতাধিক হতদরিদ্রকে সবজি বিতরণ করল কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ

কুড়িগ্রামে কঠোর লকডাউনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। অনেক শ্রমজীবী খেটে খাওয়া মানুষ খাদ্য কষ্টসহ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ এসব কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় শাপলা মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে সবজি বিতরণে অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান মমিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহসভাপতি ফিরোজশাহী, সোলায়মান গাদ্দাফিসহ ছাত্রলীগের আরো শতাধিক কর্মী  প্রমুখ।

এ সময় ৩ শতাধিক অসহায় ও কর্মহীন মানুষকে মিষ্টি কুমড়া, পুঁইশাক, ঝিঙেসহ নানা শাকসবজি বিতরণ করা হয়। ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, করোনার মত এ মহামারীতে এ ধরনের কর্মসূচি ছাত্রলীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে।