English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১০:২১

নারায়ণগঞ্জে দেয়াল ধসে একাধিক নির্মাণ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে দেয়াল ধসে একাধিক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরে পয়োনিষ্কাশনের নালা (ড্রেন) নির্মাণের সময় একটি সরকারি স্কুলের দেয়াল ধসে এক নারীসহ দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা একটার দিকে বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক হৃদয় (৩০) ও দুলালী (৩৫)। আহতদের মধ্যে মীম নামে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দেয়াল ধ্বসের ঘটনায় আহত তিন শ্রমিকের মধ্যে হৃদয় (৪০) ও দুলাল (৩৮)কে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। গুরুতর আহত মীম নামের এক নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে মূল রাস্তা থেকে গলির ভিতরে প্রায় ৪ ফুট চওড়া একটি ড্রেন নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা ড্রেন নির্মাণ কাজ করছিলেন। কিন্তু দেয়ালের অগভীর গাঁথুনির কারণে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় দেয়ালটি সম্পূর্ণ ধসে পড়ে। এতে তিন শ্রমিক আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, তারা ১০ জন শ্রমিক প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে ড্রেন নির্মাণ কাজ করছিলেন। তিনি মাটি সরানোর কাজে ব্যস্ত ছিলেন। দুপুর ১টার দিকে তার চোখের সামনে হঠাৎ স্কুলের দেয়ালটি সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।