English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৭:০৯

ঝিনাইদহে করোনায় আরো ৫ মৃত্যু

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে করোনায় আরো ৫ মৃত্যু

ঝিনাইদহে এক দিনে করোনাভাইরাসে আরো পাঁচজন মারা গেছেন। তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরো চারজন।

জেলার সিভিল সার্জন দপ্তরের করোনাবিষয়ক মুখপাত্র মো. জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। আক্রান্তদের চারজন সদর হাসপাতালে আর একজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছিলেন।

সম্পর্কিত খবরঅর্থাভাবে চিকিৎসা হচ্ছে না ক্যান্সার আক্রান্ত শুকোরনেরঝিনাইদহে বাকা চুন্নু হত্যা: আসামির সাজা কমে যাবজ্জীবনঅনৈতিক কাজে বাধা দেয়ায় ঝিনাইদহে নারীকে মারপিটনতুন শনাক্ত রোগীর বিষয়ে তিনি বলেন, সোমবার ৩৪৪ জনের পরীক্ষায় ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল পাঁচ হাজার ৮৫৮ জন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ জানান, একই সময়ে তাদের হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। তাছাড়া কোটচাঁদপুরে উপসর্গ নিয়ে এক শিশু মারা গেছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন।