English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:৪৬

করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে শেখ সোহেল

অনলাইন ডেস্ক
করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে শেখ সোহেল

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক পদ প্রার্থী শেখ সোহেল রানা টিপু।

করোনার ২য় ঢেউ চলমান রয়েছে এ সময় সরকার কঠোর লকডাউন তথা বিধি নিষেধ জারি করেছেন, এ সময় খেটে খাওয়া শ্রমজীবি মানুষ গুলো পড়েছেন বিপাকে, এই সময়ে নিজ এলাকা রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাসহ জেলার বিভিন্ন প্রান্তের শ্রমজীবি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ব্যাক্তিগত অর্থ দিয়ে এই মানুষের পাশে দায়িয়েছেন শেখ সোহেল রানা টিপু।

শেখ সোহেল রানা টিপু’র সঙ্গে থাকা অনেকেই জানিয়েছেন করোনার শুরু থেকেই শেখ সোহেল রানা টিপু মানুষের সহায়তা করে আসছেন। এবারও তিনি এই দুঃসময়ে নিজ এলাকার মানুষের কথা চিন্তা করে নিজ অর্থায়নে নিজে হাতে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ পৌছে দিয়েছেন এই মানুষটি। জানাগেছে শেখ সোহেল রানা টিপু ১/১১ দুঃসময়ে নেত্রী মুক্তি আন্দোলনে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাজবাড়ীর জেলা তথা নিজ এলাকায় রাজনিতি করার লক্ষ্যে তিনি সময় পেলেই ছুটে আসেন এলাকায়।

এ ব্যাপারে শেখ সোহেল রানা টিপু বলেন এখন রাজনিতি করার সময় নয়,আমাদের সকলেরই উচিৎ জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সাধারণ মানুষের পাশে দাড়ানো,আমি আমার মমতাময়ী নেত্রীর নির্দেশে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে চেষ্ঠা করছি সাধ্যমত সহায়তা দেওয়ার। একই সাথে এ তিনি আরো বলেন রাজনিতি করার অনেক সময় পাওয়া যাবে, এখন আমাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামনের দিন গুলি পার করতে হবে। শেখ সোহেল রানা টিপু রাজবাড়ী জেলাবাসিকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেছেন।