English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:৪০

মুন্সিগঞ্জে পানিতে ডুবিয়ে শিশু হত্যা, চকিদার আটক

অনলাইন ডেস্ক
মুন্সিগঞ্জে পানিতে ডুবিয়ে শিশু হত্যা, চকিদার আটক

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কাজী হোসাইন (৮) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে শহিদুল চকিদারের বিরুদ্ধে। এই ঘটনায় শ্রীনগর থানা পুলিশ শহিদুল চকিদার কে আটক করেছে।

নিহত কাজী হোসাইন শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের পূর্ব বাঘড়া গ্রামের কাজী রেজাউল করিম খোকনের ছেলে।

নিহতের বাবা জানায় , গত সোমবার (১২ জুলাই) দুপুর দিকে কাজী হোসাইন, শহিদুলের দুই ছেলে ও ভাগিনা বাড়ির পশ্চিম পাশে বৃষ্টির জমা পানিতে মাছ ধরতে যায়। এ সময় তাদের মধ্যে মারামারি লাগে। পরে শহিদুল তার দুই ছেলে ও বাগিনাকে মারধর করে। এ সময় শহিদুল ক্ষিপ্ত হয়ে নিহত কাজী হোসাইন কে মারধর করে পানিতে ডুবিয়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে হোসাইন কে পানির নিচ থেকে পাওয়া যায়।

পরে পুলিশ উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে। মঙ্গলবার(১৩ জুলাই) সকালে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো বলেন, শহিদুলের সাথে অনেক আগ থেকে পারিবারিক সমস্যা রয়েছেন।

এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং) সার্কেল আসাদুজ্জামান জানান, গতকাল রাতে নিহতের বাবা খোকন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার পেক্ষিতে শহিদুল চকিদার কে আটক করা হয়েছে।