English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:১০

সখীপুরে করোনায় ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
সখীপুরে করোনায় ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ওই নিহতের দুই পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, সুশীল চন্দ্র বর্মণ(৫০) দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন, করোনা সন্দেহ করে রোববার নমুনা দিলে সোমবারে পজেটিভ আসে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) ভোররাতে মৃত্যু বরণ করেন। তিনি উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

এদিকে উপজেলার প্রতিমা বংকী হিজলপাড়া গ্রামের খোরশেদ সিকদারের ছেলে রফিকুল ইসলাম তালুকদার (৩৫) শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়। করোনা পজেটিভ হওয়ার পর আজ ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।