English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৫:৪২

চট্টগ্রামে কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ৩

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ৩

চট্টগ্রামে নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল মেথ’-সহ তিনজনকে আটক করেছে র‍্যাব। সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর কোতোয়ালী থানাধীন নতুন ফিসারি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) র‍্যাব-৭ এর পতেঙ্গা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। আটককৃতরা হলেন,শহিদুল ইসলাম টিপু (২৮), কাজী আমিনুর রশিদ(৪৮) ও সাইমন তারেক (৪৯)।

র‌্যাব-৭ এর পরিচালক মশিউর রহমান জুয়েল বলেন, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর খুলশী থেকে ১৪০ গ্রাম ক্রিস্টাল মেথ সহ দু’জনকে আটক করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযানে যায় র‌্যাব।

র‍্যাব কর্মকর্তা মশিউর রহমান বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, কিছু মাদক কারবারি কোতোয়ালী থানার নতুন ফিসারি ঘাট এলাকায় মাদকের একটি বড় চালান আদান প্রদান করবে। এর পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আইসগুলো জব্দ করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। উদ্ধার এসব মাদকের মূল্য ১ কোটি টাকা।

তিনি আরও বলেন, আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন পটিয়ার রুবেল নামে এক যুবক। পরে তিনি তার তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মশিউর রহমান জানান, ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে সড়কপথে ও আকাশপথে ঢুকছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রির টার্গেট করে এসব মাদক আনা হচ্ছে। বেশি লাভের আশায় অন্য পেশা ছেড়ে এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে। গ্রেফতারদের মধ্যে আমিনুর রশীদও একটি ব্যাংকের চাকরি ছেড়ে মাদক ব্যবসায় জড়িত হন।

উল্লেখ্য, ক্রিস্টাল মেথ অতি উচ্চমাত্রার একটি মাদক। এটি সেবনে অনিদ্রা ও উত্তেজনা তৈরি হয়। এর ফলে স্মৃতিভ্রম ও মস্তিষ্ক বিকৃতি, স্ট্রোক, কিডনি, লিভার নষ্ট হয়। এছাড়াও আইস সেবনের ফলে আত্মহত্যার মতো ভয়ানক প্রবণতা তৈরি হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি খুলশী এলাকা থেকে ১৪০ গ্রাম আইসসহ ২ জনকে গ্রেফতার করেছিল র‍্যাব।