English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১২:১২

যশোরে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
যশোরে ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবরএমপি নাবিলের পক্ষে যশোরে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহতযশোরে একদিনে ১৭ মৃত‌্যুযশোর জেনারেল হাসপাতালে আরো ১২ মৃত্যুতিনি বলেন, ‘১০ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে ১৬৫ জন ও ইয়ালো জোনে ৬১ জোনে ভর্তি ছিলেন। একই সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৮৪৮টি নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩২ দশমিক ৭৪ শতাংশ।